মঙ্গল গ্রহে 378 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। মিশন সাকসেসফুল। ভাবছেন কবে আবার চার-চারজন মহাকাশচারী মঙ্গলে গেলেন? লালগ্রহে 378 দিন কাটিয়ে আসা তো দূরের কথা! আগামীতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতিতে ব্যস্ত নাসা। পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তারই অঙ্গ হিসাবে নাসা তৈরি করেছে স্টিমুলেটেড মার্স এনভায়রনমেন্ট। অর্থাৎ এমন একটি পরিবেশ যার সঙ্গে মঙ্গল গ্রহের পরিবেশের মিল রয়েছে। বলা ভালো, পৃথিবীতে এক টুকরো মঙ্গল গ্রহ তৈরি করেছে নাসা। আইসোলেটেড এই পরিবেশের মধ্যে চারজন মহাকাশচারী বছরখানেক ধরে ছিলেন।