কারেন্ট যাওয়া নিয়ে সাধারণ মানুষকে কম ভোগান্তি পোহাতে হয় না। আর গরমের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু এবার কারেন্ট যাওয়ার খবরে হইচই পরে গিয়েছে NASA! মহাকাশ গবেষণার ক্ষেত্রে NASA-কে সাহায্য করতে এগিয়ে এসেছে মস্কো। শুধু তাই নয়, মহাকাশ গবেষণার ক্ষেত্রে দুই দেশ একাধিকবার পরস্পরের পাশে এসে দাঁড়িয়েছে। আমারিকার হিউস্টনে রয়েছে NASA-র হেডঅফিস। মঙ্গলবার NASA-র হেড অফিসে একটা ঘটনাতে বেশ আলোড়ন পড়ে যায়। সেটা হল বিদ্যুৎ বিভ্রাট।