চাঁদের চারপাশে পাক খাচ্ছে বর্শার মত অজ্ঞাত যান। আর তা ধরা পড়েছে নাসার ক্যামেরায়। কী এই জিনিস তা প্রথমে বুঝতে পারেননি কেউই। ফলে হইচই শুরু হয় বিজ্ঞানী মহলে। নাসার তরফে জানানো হয়েছে ওই অজ্ঞাত বস্তুটি আদতে কী জিনিস। নাসার লুনার রিকোনোসা অরবিটার চাঁদের চারপাশে পাক খাচ্ছে বর্তমানে। তার ন্যারো অ্যাঙ্গল ক্যামেরাতেই দেখা যায় চাঁদের গায়ে এই তীক্ষ্ণ বর্শার মতো বস্তুটি। কোনও ভিনগ্রহীরা যান নিয়ে ছুটে গেল চাঁদের সামনে দিয়ে? তবে এই জিজ্ঞাসার তেমন অবকাশ বেশি সময় ছিলনা। কারণ দ্রুত জানা যায় ওটা কি। চাঁদকে যেমন নাসার যান লুনার রিকনেসেন্স অরবিটার প্রদক্ষিণ করে নানা তথ্য সংগ্রহ করছে, ঠিক সেই কাজটাই তার দেশের মহাকাশ গবেষণা সংস্থার জন্য করে চলেছে দক্ষিণ কোরিয়ার যান দানুরি।