সাম্প্রতিক বছরগুলির মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশের সীমান্ত বরাবর একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর একাধিক হামলা চলেছে। কখনও পাকিস্তান সেনার উপর হামলা চালিয়েছে আফগানিস্তান। কিন্তু সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি চলছে। পাক-আফগান সীমান্তে রবিবার রাতভর সংঘর্ষে কমপক্ষে ২৩ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। অন্যদিকে ২০০র বেশি তালিবানির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উভয় পক্ষই একে অপরের সেনাঘাঁটি দখল ও ধ্বংস করার দাবি করেছে। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় বিস্ফোরণের দুই দিন পর এ সংঘর্ষের সূত্রপাত হয়। ওই ঘটনার ‘পাল্টা জবাব’ হিসেবে গত শনিবার রাতে আফগান বাহিনীর হামলায় কমপক্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।