প্রকাশ্যে যুদ্ধের হুমকি পাকিস্তান মুসলিম লিগের (PML) যুব শাখার সভাপতি কামরান সইদ উসমানির। তাঁর দাবি, বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনও পদক্ষেপ নিলে ঢাকার পাশে দাঁড়াবে ইসলামাবাদ। ভিডিও বার্তায় কামরান সইদ উসমানি বলেন, 'ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার দিকে কুনজর দেয়, তা হলে পাকিস্তানের জনগণ, পাক সেনা এবং আমাদের মিসাইল বসে থাকবে না।'