ভারত ও পাকিস্তানের মধ্যে ৮৬ ঘন্টা দীর্ঘ সংঘর্ষে বিরাম লেগেছিল শনিবার বিকেল ৫ টায়। কিন্তু এর মাত্র ৩ ঘন্টা পরেই সংঘর্ষ বিরাম লঙ্ঘন করল পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরবার জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় গোলাগুলি চালাতে শুরু করে পাক সেনা। উধমপুরে দেখা গেল পাক ড্রোন। শ্রীনগরে ধ্বংস করা হল পাকিস্তানের ৪টি ড্রোন। একাধিক এলাকায় জারি করা হয়েছে ব্ল্যাকআউট।