Pakistan সন্ত্রাসবাদীদের সন্তানের মতো লালন পালন করছে। এই অভিযোগ India র তরফে আন্তর্জাতিক মঞ্চে বারবার তোলা হয়েছে। পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে নিজেকে ক্লিনচিট দিতে চাইছে। কিন্তু Jammu and Kashmir। সেখানে যা হচ্ছে, তাকে কি উপেক্ষা করা যায়? সেখানে তো রীতিমতো সন্ত্রাসী আগ্রাসন বেড়েই চলছে। ভারতের নিরাপত্তা সংস্থা বলছে, জম্মু কাশ্মীরের বর্ডারে সক্রিয় সন্ত্রাসীর সংখ্যা 131। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এদের মধ্যে 122 জনই Asim Munir র পাকিস্তানের নাগরিক। আর এই তথ্য ভারত দিতেই পাকিস্তানের Donald Trump র দেশের প্রতি প্রীতি একেবারে উথলে উঠল। আর তারপরই পাকিস্তান আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া করল।