Pakistan, এক ভিখারি দেশ। তলানিতে ঠেকে যাওয়া অর্থনীতি, বিপুল ঋণের বোঝা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি-সহ বিবিধি সমস্যায় জর্জরিত। আর তাদের এই কাঙাল অবস্থা বিভিন্ন সময় প্রমাণিত। এবার ফের একবার ধরা পড়ল পাকিস্তানের বেহাল অর্থনীতির অবস্থা। পরিস্থিতি এমনই যে পুলিশ কর্মীদের বেতন পর্যন্ত দিতে পারছে না পাকিস্তান।