যত দিন যাচ্ছে পাকিস্তান আরও কাঙাল হয়ে যাচ্ছে। শুধু খারাপই নয়, বরং বলা ভালো গোটা দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ধসে পড়েছে। তা সত্বেও সন্ত্রাস ও ধর্মান্ধতায় ডুবে রয়েছে পাকিস্তান। গোটা দেশটাই ঋণের বোঝার ওপর বেঁচে রয়েছে। যে দেশের সঙ্গেই বন্ধুত্ব করছে সেই দেশের কাছে হাত পাতছে। আর সেই ঋণের পরিমাণও বাড়ছে পাল্লা দিয়ে। চলতি অর্থবর্ষে পাকিস্তানের ঋণের পরিমাণ কত জানেন? শুনলে থ হয়ে যাবেন। ভারতীয় মুদ্রায় প্রায় 25 লক্ষ কোটি টাকারও বেশি টাকায় জর্জরিত হয়ে পড়েছে পাক সরকার। লজ্জায় মুখ কোথায় ঢাকবেন শাহবাজ-মুনীর ভেবে পাচ্ছেন না।