ঘরে ফেরার আগে পার্টি মুডে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। 14দিন ধরে মহাকাশে রয়েছেন শুভাংশু এবং তার টিম। 14জুলাই ফের পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করবেন তারা। তবে ঘরে ফেরার আগে
মহাকাশেই শুভাংশু শুক্লা নিজের কর্মীদের সঙ্গে বিরাট পার্টিতে মাতলেন। আর সেই পার্টির ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।