পর্ন ছবির দুনিয়ায় পা রেখেছেন 70 বছর বয়সে। পৌঢ়ার জবানবন্দিতে তাঁর কথা শুনে তাজ্জব লোকজন। তিনি নিজেই একটি অনুষ্ঠানে কবুল করেছেন, সেকথা। জানিয়েছেন, সরকারি ভাতাও পাচ্ছেন তিনি। মহিলার নাম সিওভান বার্ট। তিনি ব্রিটেনে থাকেন। প্রথমে তিনি ফুল বিক্রি করতেন। পরে পর্নো গ্রাফির দুনিয়ায় পা রাখেন। সিওভান বার্টকে প্রাপ্তবয়স্কদের সিনেমায় 'ক্যারোলিন' নামে সকলে চেনেন। তিনি একটি পডকাস্টে এই বয়সে এই পেশায় যুক্ত হওয়ার বিষয় এবং প্রাপ্তবয়স্কদের সিনেমা নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সিওভান বার্ট বলেছিলেন যে তিনি 85 বছর বয়সে এই পেশায় কর্মরত এক মহিলাকেও জানেন। এই মহিলাকে দেখার পরেই তিনি অনুভব করেছিলেন যে তিনিও এই শিল্পে কাজ করতে পারেন। এখন নিজের মতোই এই পেশায় কাজ করে চলেছেন তিনি। তবে তাঁকে নিয়ে চর্চাও শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনেকে এই মহিলার প্রশংসা যেমন করেছেন অনেকে আবার সমালোচনাও করেছেন। তবে সরকারি ভাতা পেয়ে আপাতত নিজেই সংসার চালাচ্ছেন তিনি।