প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ইউক্রেন সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল তাঁর ট্রেন সফরে। পোল্যান্ড থেকে প্রায় ২০ ঘণ্টা ট্রেন জার্নি করে অবশেষে ইউক্রেনের রাজধানী কিভ পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। কিভ সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে তাঁকে স্বাগত জানাল ইউক্রেন সরকার। কোনও সাধারণ ট্রেন নয়, ওয়ারশ থেকে বিশেষ ট্রেনে কিয়েভে পৌঁছলেন মোদী। এই ট্রেনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাঁক্রো, জার্মান চান্সেলর ওল্ফ স্কোলজ় চড়েছেন। ইউক্রেনিয় রেলওয়ে কোম্পানি ইউক্রজ়ালিজ়নিতসিয়ার CEO এই রেলের নাম দিয়েছেন রেল ফোর্স ওয়ান। এই ট্রেনের ভিতর তৈরি করা হয়েছে স্পেশাল গার্ল-রেডি কেবিন। বৈঠকের জন্য লম্বা টেবিল ও সোফা রাখা হয়েছে। টেলিভিশন সেটও রয়েছে ট্রেনের মধ্যে। রয়েছে আরামদায়ক বিছানা।