ব্রাজিলের রিও ডি জেনিরোয় ব্রিকস সম্মেলনের শেষে রাষ্ট্রীয় সফরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী জোসে মুসিও মন্তেইরো ফিলহো। সেখানে মোদীকে স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন প্রবাসী ভারতীয়রাও। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল জানান, প্রধানমন্ত্রীর এ সফর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং পরিবেশ নিয়ে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক মঞ্চে ভারত-ব্রাজ়িলের অংশীদারি আরও দৃঢ় করতেই এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।