পাকিস্তান রীতিমতো জ্বলছে কারণ কাঙাল দেশের হাল খুবই খারাপ। তারমধ্যে যে ছবি বাংলাদেশে দেখা গেল তা রীতিমতো তাজ্জব বানিয়ে দিয়েছে সবাইকে। হাজার হাজার ইমরান অনুগামী রীতিমতো পাকিস্তানে হুলতাল মাচিয়ে দিয়েছে। কারণ তারা চাইছে পাকিস্তান তাদের দখলে আসুক। দেখুন কেমন দেশের নানা প্রান্ত থেকে হাজার পিটিআই সমর্থক রাজধানী ইসলামাবাদ ঘেরাও করে কী কাণ্ডটাই না করছে। পুলিশ ও সেনা বাহিনী রাজধানীর চারধারে যাবতীয় রাস্তা সিল করে দিলেও কোন কাজ সেভাবে হচ্ছে না। বিক্ষোভকারীরা সেগুলি উপেক্ষা করেই রীতিমতো এগিয়ে যাচ্ছে। পুলিশ লাঠি চালিয়ে কাদানে গ্যাস ছুড়েও পরিস্থিতি সামাল দিতে পারেনি।