দু’দিনের সফরে আমেরিকায় গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। মিলেছে উপহারও। ট্রাম্প তাঁকে নিজের লেখা একটি বই উপহার দিয়েছেন। সেই বইয়ের প্রথম পাতায় লিখে দিয়েছেন মোদীর উদ্দেশে তাঁর বার্তাও। ট্রাম্প লিখেছেন, ‘‘মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি মহান।’’ নীচে নিজের নামও লিখে দিয়েছেন। তবে মোদীর সঙ্গে সাক্ষাতের আগেই তিনি আমেরিকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমেরিকার পণ্যে যে সমস্ত দেশ কর নেয়, তার প্রথম সারিতেই রয়েছে ভারত। ফলে ভারতের উপরেও আগামী দিনে পাল্টা কর চাপানো হতে পারে, ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।