মাংসখেকো ব্যাকটেরিয়ার হামলায় মৃতমিছিল। সতর্কতা জারি করা হল আমেরিকায়।মাংসখেকো ব্যাকটেরিয়া। শুনতে অনেকটাই সোনার পাথরবাটি প্রবাদটি মনে পড়ে যেতে পারে। কিন্তু সত্য়িই এমন এক আদ্যপ্রাণীর সন্ধান মিলেছে আমেরিকাতে। তাদের সংক্রমণের মাত্রা এমনই ভয়াবহ যে প্রচণ্ড কষ্ট পেতে হয় আক্রান্তকে। সম্প্রতি আমেরিকায় মাংসখোকো ব্য়াকটেরিয়ার হামলায় 12 জনের মৃত্যু হয়েছে।বিজ্ঞানীরা বলেছেন, বিরল ওই ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও ভালনিফিকাস। যাকে অনেকেই 'মাংসখোকো' বলে উল্লেখ করে থাকেন।