বুধবার, ২ এপ্রিল ভারতীয় সময় প্রায় মধ্যরাতে হোয়াইট হাইসের রোজ গার্ডেন থেকে রেসিপ্রোকাল টারিফ ঘোষা করেন। ভারত, চিন-সহ নানা দেশের উপরে এই টারিফ ঘোষণা করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরই আমেরিকা, ভারত-সহ নানা দেশের শেয়ার বাজারে ধস নেমেছে। যদিও এপ্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি চাই না কোনও কিছু নীচে চলে যাক, কিন্তু কোনও কোনও সময় কোনও জিনিসকে ঠিক করতে ওষুধ খেতে হয়। অর্থাৎ এখনও নিজের কৃতকর্ম অর্থাৎ রেসিপ্রোকাল টারিফ ঘোষণার জন্য অনুতপ্ত নন তিনি। কী বলেছেন ট্রাম্প আসুন শুনব।