যুদ্ধের দামামা বাজছে গোটা বিশ্বে। দিকে দিকে শুধু বারুদের গন্ধ। কখনও Russia Ukraine, কখনও Iran ও Israel র মধ্যে যুদ্ধে। এই রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর অভিযোগ করেছে যে, ইউরোপীয় ইউনিয়ন ও NATO মলদোভা দখলের পরিকল্পনা করছে। ইউক্রেনের ওডেসা অঞ্চলে ন্যাটোর বিশেষ টাস্কফোর্স মোতায়েন করা হবে, যার লক্ষ্য মলদোভার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াকে ভয় দেখানো। আর যা নিয়ে ফের যুদ্ধের দামামা বাঁধতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।