G20 নিয়ে এমনিতেই বিশ্বের দরবারে অনেকটাই উপরে রয়েছে ভারত। সেই জায়গায় দাড়িয়ে রাশিয়া আর ভারতের সম্পর্ক নিয়ে বেশ চর্চাও শুরু হয়েছে কুটনৈতিক মহলে। এবার নাকি রাশিয়ার সঙ্গে বেশ সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে কিম জং উনের। বলা ভালো পুতিনের সঙ্গে আরও দৃঢ় হচ্ছে কিমের সম্পর্ক। কারণ রাশিয়া ছেড়ে উত্তর কোরিয়া ফিরতেই কিম-এর জন্য উপহার সাজিয়ে পাঠাল রাশিয়া। পাঁচটি বিস্ফোরক ড্রোনের পাশাপাশি তাঁর জন্য পাঠানো হয়েছে বুলেটপ্রুফ ওয়েস্ট। জানা গিয়েছে, রাশিয়া থেকেই এই উপহার এসেছে উত্তর কোরিয়ার।