মহাকাশে ফের বড়সড় দুর্যোগ। ভেঙে চুরমার হয়ে গেল আস্ত স্যাটেলাইট। আর পৃথিবীতে এবার সমস্ত পরিষেবা ব্যাহত হতে পারে। সেই চিন্তায় ঘুম উড়েছে বিজ্ঞানীদের। মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের জেরে নির্ধারিত সময়ে পৃথিবীতে ফেরা হয়নি। এখনও মহাকাশেই আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস। কবে তাঁকে ফেরানো যাবে, সেই নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সেই আবহে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেলে রাশিয়ার একটি স্যাটেলাইট। রাশিয়ার ওই কৃত্রিম উপগ্রহটির 100-র বেশি টুকরো ছড়িয়ে পড়েছে মহাকাশে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক আকার ধারণ করে যে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে মোতায়েন নভোশ্চরদের নিরাপদ আশ্রয়ে ঢুকে যেতে হয়।