মাত্র 26 বছরেই 22 সন্তানের মা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক মহিলা। এখানেই খান্ত হননি। এই মহিলার লক্ষ্য 105 সন্তানের মা হওয়া। কিন্তু সেই ইচ্ছাপূরণে বাধ সেধেছেন তাঁর স্বামী। আপনাদের জানিয়ে রাখি এই মহিলার বড় মেয়ের বয়স নয় বছর। নাম ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়াই একমাত্র স্বাভাবিকভাবে গর্ভে ধারন করেছেন ওই মহিলা। বাকি ২১ সন্তান সন্তানের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। এই মহিলা একজন রাশিয়ান নাগরিক। ওই রাশিয়ান মহিলার নাম ক্রিস্টিনা ওজতুর্ক, তিনি জর্জিয়ায় থাকেন। তাঁর 22 টি সন্তান রয়েছে, তবে তিনি এই সংখ্যাটি তিনি তিন সংখ্যায় নিয়ে যেতে চান, অর্থাৎ তিনি সন্তানদের দিক থেকে সেঞ্চুরি করতে চান।