বাংলাদেশ, পাকিস্তানের উপর অস্থায়ী ভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করল আরেক মুসলিম দেশ। কূটনৈতিক সূত্রে খবর, হজ মরসুমকে কেন্দ্র করেই ভিসা প্রদানে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2025 সালের জুন মাস পর্যন্ত এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গিয়েছে। তবে শুধু পাকিস্তান বা বাংলাদেশই নয় এই ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি দেশ। সেই তালিকায় রয়েছে ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, ইথিওপিয়া, সুদান, ইয়েমেন ও টিউনিশিয়াও। পাকিস্তান, বাংলাদেশ-সহ ১৪ টি দেশের উপর এই সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। কিন্তু হঠাৎ করে কেন এত কড়াকড়ি? জানা গিয়েছে, হজ মরসুমে বিভিন্ন দেশ থেকে বহু মানুষ একাধিক বার প্রবেশযোগ্য ভিসা নিয়ে সৌদি আরবে এসে অবৈধ ভাবে হজে অংশ নেন। অনেকে আবার দীর্ঘদিন ধরে থেকেও যান। এর ফলে একে তো ভিড়ে সমস্যা দেখা দেয়। অন্যদিকে নিরাপত্তাজনিত সমস্যাও দেখা যায়। এখানেই শেষ নয়, ব্যবসা ও পারিবারিক ভিসার সাহায্যে অনেকেই সৌদি আরবে অনুমোদিত ভাবে কাজ করতে থাকেন যার ফলে সৌদি আরবের শ্রমনীতিতে বড় প্রভাব পড়ে।