কাশ্মীর সহ ভারতের একাধিক ইস্যু নিয়ে মন্তব্য় করে আগেও বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এবার সরাসরি আক্রমণ করলেন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে। এদিকে আবার তাঁর মুখেই শোনা গেল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রশংসা। এদিন পাকিস্তানের এক টিভি প্যানেলে বসে ভারতের রাজনীতি নিয়ে কথা বলেন আফ্রিদি। তাঁর মতে, 'ভারতে এখন যে সরকার রয়েছে তারা ধর্মীয় তাস খেলে। এটা আমি আগেও বলেছি। এখনও বলছি। মুসলিম হিন্দু চলে সেদেশে। এভাবেই ওরা ক্ষমতায় আসে। আমি এই মনোভাবকে সমর্থন করি না। যতদিন এই সরকার থাকবে ততদিন ভারতে এসব চলবে।' এরপরই রাহুল গান্ধীর প্রশংসা করেন আফ্রিদি। বলেন, 'আমি জানি রাহুল গান্ধী পজেটিভ মানুষ। উনি সবসময় আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেন। রাহুল সবার সঙ্গে পৃথক পৃথক কথা বলতে জানেন ও চান।'