পুজোর মধ্য়ে বড়সড় বিপদ ধেয়ে আসছে পৃথিবীর দিকে। পঞ্চমীতেই পৃথিবীতে আছড়ে পড়বে বিশাল সৌরঝড়। এবার সেই আশঙ্খার কথা শোনাল নাসা। সূর্যের উপর চৌম্বকীয় ফিলামেন্টের বিস্ফোরণ সৌর ঝড়ের জন্ম দিতে পারে।