চাঁদ মামার বাড়িতে গিয়ে আরাম করে ঘুমাচ্ছে বিক্রম এবং প্রজ্ঞান। কিন্তু তারা কেমন করে ঘুমাচ্ছে, সেটা কী জানা আছে আপনার? সেই ছবি এবার আমার আপনার জন্য সামনে আনল দক্ষিণ কোরিয়ার মহাকাশযান ডনৌরি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। ডনৌরির তোলা ছবিতে দেখা যাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুর শিব শক্তি পয়েন্ট। গত 23 অগস্ট এই পয়েন্টে সফল ভাবে ল্যান্ড করেছিল। আসলে ভারত তো প্রথম দেশে যে চাঁদের না দেখা দক্ষিণ মেরুকে জয় করেছে। দক্ষিণ কোরিয়ার জ্যোতির্বিজ্ঞানীদের সংস্থা অ্যারোস্পেস রিসার্চ ইন্সটিটিউট জানিয়েছে, 27 অগস্ট শিব শক্তি পয়েন্টের ছবি তোলা হয়েছে।