ট্যারিফ নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারতের উপরে 50 শতাংশ ট্যারিফ চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও তিনি থেমে থাকেননি। ফার্মা সেক্টরেও 100 শতাংশ ট্যারিফ চাপিয়েছিলেন ট্রাম্প। তারপর ভিসা নিয়েও ভারতীরা বিপদের মুখে পড়ে। কিন্তু এত কিছুর পরও ভারতকে শায়েস্তা করতে পারেনি ট্রাম্প। বারবারই মোদির গুণগান গাইতে হয়েছে তাঁকে। তার মধ্যে একটি বড় খবর সামনে এসেছে। শুল্ক যুদ্ধের ফল যে ভালো হচ্ছে না, তা বেশ ভালো মতোন বুঝতে পারছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় লাগাতার খাদ্যপণ্যের দাম বাড়ছে। এতে করে মানুষের মনে ক্ষোভ বাড়ছে। আর সেই পরিস্থিতির সামাল দিতেই শুল্ক প্রত্যাহারে পথে হাঁটলেন ট্রাম্প।