ভারতীয় অর্থনীতির চাপে থাকার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের জন্য আরও বড় সমস্যা। আমেরিকা ২৬/১১ হামলার চক্রী তাহাউর হুসেন রানাকে ভারতের হাতে তুলে দিয়েছে। এনআইএ তাকে জেরা শুরু করায় পাকিস্তানের আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের হাতে পৌঁছেছে আমেরিকার 'জ্যাভলিন' মিসাইল। এই মিসাইল ব্যবহার করে ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব। পাকিস্তান সরকারের উপর শেহবাজ শরীফের নেতৃত্বে চাপ বাড়ছে।