কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক যাকে বলে একেবারে তলানিতে ঠেকেছে। এই পরিস্থতিতে কানাডার একটি মন্দিরের সামনে প্রতিবাদ দেখানোর সময় তিনজন হিন্দু ভক্তকে গ্রেপ্তার করে সেদেশের পুলিশ। জানা গিয়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে অঞ্চলে থাকা লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে থেকে বিক্ষোভরত অবস্থায় তিন জন হিন্দুকে গ্রেপ্তার করে সারে পুলিশ। কিন্তু হঠাৎ করে হিন্দুরা মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাতে গেলেন কেন? জানা গিয়েছে মন্দিরের বাইরে খালিস্তানিরা নাকি ভারত বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভও দেখাচ্ছিল। এরপর পাল্টা প্রতিবাদ জানায় হিন্দু ভক্তরাও। সেই হিন্দু ভক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ধৃতদের বিরুদ্ধে ঠিক কী চার্জ আনা হয়েছে তা অবশ্য প্রকাশ করেনি পুলিশ। তবে এই গ্রেপ্তারির পর কানাডার পুলিশ ও খালিস্তানিদের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়েছে।