ক্যানসার রোগটা যেন এখন মারণ রোগে পরিণত হয়েছে। এবার ক্যানসারকে আটকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক দিনের গবেষণা বলছে এবার মার্কেটে আসতে চলেছে ক্যানসারের টিকা। আর মাত্র বছর পাঁচেকের অপেক্ষা। তারপর ক্যানসার রুখতে বাজারে পাওয়া যাবে টিকা। আসলে করোনা ভাইরাসের টিকা আসার পর থেকে আমাদের মধ্যে এই টিকার নির্ভরতা বেড়ে গেছে। আপনাদের এবার বলি কোন কোন ক্যানসারের রোগীরা এই টিকা নিতে পারবেন। প্রাথমিকভাবে গবেষকরা স্তন, ফুসফুস, ত্বক এবং অগ্ন্যাশয়ের ক্যানসার রোগীদের নিয়ে গবেষণা চালিয়েছেন। তাতেই বড় সাফল্য পেয়েছেন। তবে এই টিকার ধর্মটা আর পাঁচটার থেকে একেবারে আলাদা।