সিরিয়ার উপর ইজরায়ালের হামলা নিয়ে সরব হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তোয়াইপ এরদোগান। কিন্তু সিরিয়ার ইজরায়েসল তো দূর ঘরের শত্রুর সংখ্যাই অনেক। সেদেশের সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা দ্রুজ, খ্রিস্টান এবং সমস্ত অমুসলিমদের জানে শেষ করার শপথ নিয়েছেন। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।