ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া আপাতত বন্ধ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনকয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তুমুল বচসা হয়। তারপরেই সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত আমেরিকার। ট্রাম্পের কথায়, 'আমেরিকা ও ইউক্রেনের খনিজ চুক্তিকে আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু ওদেরকে দিনের পর দিন কেন বোকার মতো জো বাইডেন সাহায্য করে গিয়েছেন, তা বুঝতে পারছি না। তাই এবার ওদের ফেরত দেওয়ার পালা। আমেরিকা এতদিন দিয়েছে, এবার ইউক্রেন ফেরত দেবে।'