গাজায় মানবিক সঙ্কট এতটাই গভীর হয়ে উঠেছে যে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই প্রায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে, এমনই আশঙ্কাজনক সতর্কবার্তা দিল রাষ্ট্রসঙ্ঘ। গত তিন মাস ধরে ইজরায়েল যে কড়া মানবিক অবরোধ জারি রেখেছে, তাতে গোটা গাজা এখন কার্যত এক দুর্ভিক্ষ-গ্রস্ত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিকে শুধু লাশ ও ধ্বংসস্তূপ। বারুদের গন্ধ, পোড়া লাশের গন্ধ মিলেমিশে বাতাসে শ্মশানের মতো আবহ।