আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন USA President Donald Trump। আর শনিবার সেই হুঁশিয়ারিতেই সিলমোহর দিলেন তিনি। Denmark-সহ আটটি দেশের উপর 10 শতাংশ Tariff চাপিয়ে দিল আমেরিকা। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকেই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।