ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছে শক্তিশালী GBU-57 বাঙ্কার বাস্টার বোমা ও তকমাহক মিসাইল দিয়ে। শক্তিশালী বি-২ বোমারু বিমান নিয়ে এই হামলা চালায় আমেরিকা। সবথেকে বেশি জোরালো হামলা হয় ইরানের ফোরডো পরমাণু কেন্দ্রে। প্রায় 14 টি GBU-57 বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয় ফোরডো পরমাণু কেন্দ্রে। এবার ভারতও এই বাঙ্কার বাস্টার বোমা বহন করতে সক্ষম মিসাইল বানাতে চলেছে। সূত্রের খবর, অগ্নি-৫ মিসাইল গুলির আপগ্রেড করে এই বাঙ্কার বাস্টার বহনের যোগ্য করে তোলা হচ্ছে। ভারতের ডিফয়েন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) অগ্নি-5-এর আরও উন্নত ভার্সন তৈরির কাজ চালাচ্ছে। এই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে 7500 কেজির বাঙ্কার বাস্টার বোমা বহনের পরিকল্পনা রয়েছে।