দীর্ঘ সংঘাতের পর অবশেষে বাণিজ্য চুক্তির পথে ভারত-আমেরিকা। এবার তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, বাণিজ্য চুক্তির খুব কাছে পৌঁছে গিয়েছে দুই দেশ। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে। ভারতীয় পণ্যে ট্যারিফ কমানোর ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার থেকে তেল কেনার কারণে এই মুহূর্তে ভারতের উপর অনেক বেশি চাপানো হয়েছে। তবে আমাদের আবেদন মেনে ওরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। ফলে আমরাও শুল্ক কমাতে চলেছি। এক পর্যায়ে, আমরা বাড়তি শুল্ক কমিয়ে আনব। ভারত এখন আমাদের ভালোবাসে না। তবে কয়েকদিন পরেই আবার ভালোবাসবে।