মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন স্বাধীন ভেনেজুয়েলা থেকে সস্ত্রীক প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে গিয়ে সে দেশকে প্রায় কব্জায় করে ফেলেছেন। তখনই আবার পরোক্ষে হুমকি দিতে শুরু করেছেন ভারতকেও। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর তিনি আরও নাকি ট্যারিফ চাপাবেন, এমনই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, 'প্রধানমন্ত্রী মোদী খুব ভাল মানুষ। তবে তিনি জানতেন আমি সন্তুষ্ট নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা খুব দ্রুত ওদের উপর শুল্ক বাড়াতে পারি।'