ফের মাঝ আকাশে বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানের। এয়ার ইন্ডিয়ার বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় আমেরিকার সানফ্রান্সিসকোর বদলে রাশিয়ায় জরুরি অবতরণ করান পাইলট। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত ছিলেন। দিল্লি থেকে আমেরিকার সানফ্রান্সিসকো গামী AI 173-A বিমানটিতে 216 জন যাত্রী ছিলেন। এছাড়াও পাইলট, কোপাইলট ও বিমানকর্মী মিলিয়ে ছিলেন আরও 16 জন। সোমবার, সকাল ৪.২৩ মিনিটে দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। কিন্তু মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। এরপরই কোনও ঝুঁকি না নিয়ে নিকটবর্তী বিমানবন্দর পূর্ব রাশিয়ার মাগাদনের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠান পাইলট। মাগাদনে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবুজ সঙ্কেত পেতেই তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করানো হয় সেখানে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমান AI 173-A টিতে 216 জন যাত্রী ছিলেন। সেই সঙ্গে পাইলট, কো-পাইলট, বিমানকর্মী মিলে আরও 16 জন ছিলেন। তাঁরা সকলেই সুস্থ ও নিরাপদ ছিলেন। এরপর বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।