টারিফ, টারিফ আর টারিফ। ক্ষমতায় টিকে থাকতে এই টারিফকেই বারবার হাতিয়ার করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী বিভিন্ন দেশের মধ্যে চলা সংঘর্ষ ও যুদ্ধ থামানোর জন্য টারিফই যে তাঁর মূল অস্ত্র তা জানাতেও কোনও দ্বিধা করেননি তিনি। সেই তালিকায় রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুরের সংঘর্ষও। অন্তত এমনটাই দাবি করেছেন ট্রাম্প স্বয়ং। যদিও ভয়ারত বারবারই ট্রাম্পের এই দাবিকে উড়িয়ে দিয়েছে। ভারতের মধ্যে অপারেশন সিন্দুরের সময় দুই দেশের মধ্যে সংঘর্ষ থামাতে ট্রাম্প কোনও মধ্যস্থতা করেননি। পাক সেনার শীর্ষ স্তর থেকে প্রস্তাব এসেছিল সংঘর্ষ বিরতির। এরপর সেই প্রস্তাবে সাড়া দেয় ভারত। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর বিষয়টিতে কিছুতেই বাগে আনতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট।