নিখুঁত প্ল্যান। আর তার জন্যই উন্নত নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিশ্বের অন্যতম সেরা মিউজিয়াম থেকে খোয়া গেল নেপোলিয়নের আমলের বহুমূল্য নয়টি রত্ন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্যারিসের লুভের মিউজিয়ামে। ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয় মিউজিয়ামের দরজা। মিউজিয়ামে থাকা দর্শকদের বের করে আনা হয় মিউজিয়াম থেকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে চুরির পর দুষ্কৃতীরা সামগ্রী নামানোর লিফট দিয়ে নেমে মিউজিয়ামের বাইরে দাঁড়ানো বাইকে করে চম্পট দেয়। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মিউজিয়ামে এতবড় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মিউজিয়াম বন্ধ করে দিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রবিবার, উনিশে অক্টোবর এই চুরির ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।