চীন সফরে পুতিনের সঙ্গী পারমাণবিক ব্রিফকেস। কিন্তু কেন? কাকে আক্রমণ করবেন তিনি? আমেরিকা না ইউরোপিয়ান ইউনিয়ানকে? চিন সফরে রুশ প্রেসিডেন্টের ছবি ভাইরাল হতেই তুঙ্গে উঠেছে জল্পনা। দশ বছর পূর্ণ হয়েছে চিনের বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের। সেই উপলক্ষে বেজিংয়ে আয়োজন করা হয়েছে এক সম্মেলনের। আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বুধবার চিনে পা রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সুযোগেই পশ্চিমের দেশগুলোর বিরুদ্ধে জোট গড়ার ক্ষেত্রে একজোট হতে পারে দুই দেশ বলে মনে করছেন কূটনীতিকরা।