প্রবল সরকার বিরোধী হাওয়া, ছিল অপশাসনের অভিযোগও। কিন্তু ভোটের পর দেখা গেল প্রায় ৮৮ শতাংশ মানুষের জনাদেশ পেয়ে ফের রাশিয়ার প্রেসিডেন্টের কুর্সিতে বসতে চলেছেন ভ্লাদিমির পুতিনই। এই জয়কে বিদায়ী প্রেসিডেন্ট পুতিনের ল্যান্ড স্লাইড ভিকট্রি বলাই যেতে পারে। পরিসংখ্যান বলছে শুধু রাশিয়ার ভোটের ইতিহাসে এতবড় মার্জিনে জয় আগে কখনও ঘটেনি। রাশিয়ার মিডিয়া এবং সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, পুতিন পেয়েছেন প্রায় ৮৮ শতাংশ ভোট। রবিবার, ১৭ মার্চই প্রকাশিত হয় ভোটের ফল। যদিও এই ভোটকে ঘিরে বিতর্ক পিছু ছাড়েনি পুতিনকে। বিরোধীদের অভিযোগ, সরকার বিরোধীদের কণ্ঠরোধ করছে। দেশের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। রবিবার ভোটিং বুথের বাইরে বিপুল সংখ্যক মানুষ জমায়েত করে বিক্ষোভ দেখান।