Advertisement

MOTN: তৃণমূল না BJP, আজ ভোট হলে বাংলায় জিতবে কে? বড় ইঙ্গিত সমীক্ষায়

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই। তার আগে ইন্ডিয়া টুডে এবং স-ভোটারের 'মুড অফ দ্য নেশন' সার্ভে তার আগেই সমীক্ষা করে জানাচ্ছে, এই মুহূর্তে বাংলায় ভোট হলে কে জিতবে? তৃণমূল না BJP, কোন দলকে বেছে নেবে বাংলার মানুষ?

ফাইল ফটোফাইল ফটো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 8:47 PM IST
  • পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোট হলে কে জিতবে?
  • তৃণমূল না BJP, কোন দলকে বেছে নেওয়া হবে?
  • ইন্ডিয়া টুডে ও সি-ভোটার 'মুড অফ দ্য নেশন' সার্ভে কী বলছে?

আর কয়েকদিনের মধ্যেই বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ছাব্বিশে ফের একবার ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসকদল। এদিকে, পশ্চিমবঙ্গ জয়ের জন্য মরিয়া BJP। ঘুরে দাঁড়ানোর লড়াই করছে বাম-কংগ্রেস। এখন অপেক্ষা কেবল SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার। তবে এই মুহূর্তে যদি বাংলায় ভোট হত, কোন দল ক্ষমতায় আসবে? ইন্ডিয়া টু এবং সি-ভোটারের 'মুড অফ দ্য নেশন' সমীক্ষায় উঠে এল চমকপ্রদ ফলাফল। 

আজ যদি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তৃণমূল ২০২৪ সালের মতোই প্রায় সবক'টি আসন ধরে রাখতে সক্ষম হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২০১৯ সালের তুলনায় ভাল ফল করে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয়লাভ করেছিল। ওই নির্বাচনে BJP অনেকটাই পিছিয়ে পড়ে মাত্র ১২টি আসন পেয়েছিল। ২০২৬ সালের 'মুড অফ দ্য নেশন' সমীক্ষা অনুযায়ী আজ নির্বাচন হলে তৃণমূলের আসনসংখ্যা সামান্য কমে ২৮-এ নামতে পারে। অন্যদিকে, BJP-র আসনসংখ্যা সামান্য বেড়ে ১৪টিতে পৌঁছতে পারে। এটি 'মুড অফ দ্য নেশন'-এর ২০২৫ সালের অগাস্টের রিপোর্টে BJP-র জন্য অনুমান করা ১১টি আসনের তুলনায় বাড়বে।  

উল্লেখযোগ্য ভাবে অগাস্টের সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের আসনসংখ্যা বেড়ে ৩১টিতে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ সমীক্ষায় সেই সংখ্যা সংশোধন করে ২৮-এ নামানো হয়েছে। 

এই সমীক্ষা এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাত্র ২ মাস বাকি। ফলে এটি ভোটমুখী রাজ্যে ভোটারদের বর্তমান মনোভাবের একটি আংশিক ইঙ্গিত হিসেবে মনে করা হচ্ছে। 

২০২৬ সালের 'মুড অফ দ্য নেশন' সমীক্ষা অনুযায়ী, BJP নেতৃত্বাধীন NDA-র ভোট শেয়ার ৩ শতাংশ বেড়ে ৩৯ শতাংশ থেকে ৪২ শতাংশে পৌঁছতে পারে। 

যদি এই ধরনের সমীক্ষাকে কিছুটা সতর্কতার সঙ্গে দেখা উচিত। তবুও এটি ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গে BJP বড়সড় সাফল্য পেতে পারবে না। আঞ্চলিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতা এখনও অটুট রয়েছে। 

Advertisement

অতীতে অগাস্ট ২০২৪-এর 'মুড অফ দ্য নেশন' সমীক্ষা তৃণমূল কংগ্রেসের জন্য ৩২টি আসন, BJP-র জন্য ৮টি এবং কংগ্রেসের জন্য ২টি আসনের পূর্বাভাস দিয়েছিস। তার আগে ফেব্রুয়ারি ২০২৪ সালের সমীক্ষা অনুযায়ী সেই সময়ে নির্বাচন হলে তৃণমূল ও BJP যথাক্রমে ২২টি ও ১৯টি আসন পেতে পারত। 

 

Read more!
Advertisement
Advertisement