মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বনগাঁয় সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় মুখ্যমন্ত্রীর বুক করা হেলিকপ্টারের উড়ান। তারপর সড়কপথেই রওনা দেয় তাঁর কনভয়। দুপুর ২টো নাগাদ শুরু হয় সভা। আর সেই সভাতে হেলিকপ্টার বাতিলকে কেন্দ্র করেই বিরোধীদের বিঁধলেন মমতা। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই তাঁর হেলিকপ্টার বাতিল করা হয়েছে। তিনি বলেন, 'সাত-আট মাস হেলিকপ্টার নিই না। আজ এখানে এসে ঠাকুরনগর যাওয়ার পরিকল্পনা। তাই আগেই বুক করা হয়েছিল। কিন্তু সকাল ১০টায় খবর এল. হেলিকপ্টার যাবে না!'