এসআইআর শুনানিতে হাজির হলেন তিনবারের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। বুধবার সকালে যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে হাজিরা দিলেন। তাঁর কথায়,'এসআইআর কেন এক বছর লাগু হয়নি? প্রমাণ করতে এক মাস দেরি হলে নাম উঠবে না'।