'আমি তিনবার ভোটে লড়েছি। কোনও পার্টি একজনের উপর চলতে পারে না। বাকিরাও আছে। একজন জিতিয়ে দেবে এটা হতে পারে না'। শুভেন্দ অধিকারী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।