মালদার আদিনা মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। এবার রাজ্যসভায় এই প্রসঙ্গ তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়,'পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের নথি থেকে স্পষ্ট মালদার আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির'।