সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যা নিয়ে সংসদের বাইরে-ভিতরে লাগাতার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। বিষয়টিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বললেন, 'বঙ্কিমদাও শ্রদ্ধাসূচক। সিনিয়রকে, বড় দাদাকে বলতেই পারে। পশ্চিমবঙ্গে দাদা, বোন, দিদি এগুলো চলে। সেই অর্থেই হয়ত বলেছেন। বঙ্কিমবাবু অ্যাপ্রোপিয়েট। ওনাকে সাহিত্যসম্রাট বলা হয়। মোদীজী সহ গোটা কেন্দ্রীয় সরকার বন্দে মাতরম নিয়ে যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ তো রাজ্য সরকার নেয়নি, সমালোচনা কেন করছে। যেদিন সার্ধশতবর্ষ, সেদিন মমতা তাঁর নির্দেশিত গান যে ম্যান্ডেটরি রাজ্য সঙ্গীত হবে, নোটিশ করলেন কেন। ঋষি বঙ্গিমচন্দ্রের সার্ধশতবর্ষে কী কী উদ্যোগ রাজ্য নিয়েছে, তা প্রকাশ করুক।'