মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস কাল, শনিবার। ইতিমধ্যেই বিষয়টিতে রাজ্যরাজনীতি সরগরম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টিতে বলেন, 'আমরা ৭০ ওরা ৩০। আমরা চাইলে ভাগীরথীর তীরে ভাসিয়ে দেব। পরে বলেছেন, এটা আমার কথা ছিল না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। ওই বাবরি মসজিদের পেছনে মমতার সাপোর্ট রয়েছে কী না, সেটাও জানা দরকার। মুর্শিদাবাদে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছেন, সেটা মুখ্যমন্ত্রী বলছেন না। হরগোবিন্দ দাসরা খুন হলেন কেন। মুর্শিদাবাদে বার বার মৌলবাদীদের হাতে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। আমাদের সংঘাত যারা পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটাতে চায়, তাদের সঙ্গে।'