Advertisement

Suvendu Adhikari on Ruhul Kabir Rizvi: 'ভারতে তৈরি তোমার হার্টের রিং...', স্ত্রীর শাড়ি পোড়ানো সেই BNP নেতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

বিএনপি নেতা রুহুল রিজভির স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার এবার জবাব দিলের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাংলাদেশে হিন্দু অত্যাচার, প্রভু চিন্ময়কৃষ্ণ দাস-সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদে কাঁথিতে সনাতনীদের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল থেকেই বাংলাদেশের বিএনপি নেতাকে জবাব দেন শুভেন্দু।

  বউয়ের শাড়ি পোড়ান রিজভিকে জবাব শুভেন্দুর বউয়ের শাড়ি পোড়ান রিজভিকে জবাব শুভেন্দুর
Aajtak Bangla
  • কাঁথি,
  • 08 Dec 2024,
  • अपडेटेड 6:24 PM IST

 বিএনপি নেতা রুহুল রিজভির  স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার এবার জবাব দিলের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাংলাদেশে হিন্দু অত্যাচার, প্রভু চিন্ময়কৃষ্ণ দাস-সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদে কাঁথিতে সনাতনীদের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল থেকেই বাংলাদেশের বিএনপি নেতাকে জবাব দেন শুভেন্দু। 

ভাষণ দিতে গিয়ে শুভেন্দু বলেন, 'কে একটা বেয়াদপ আছে, বউয়ের শাড়ি পোড়াচ্ছিল, ওই রিজভিকে বলব, তুমি কয়েকমাসে আগে ভারতে এসে হার্টে একটা রিং পরে গেছ। ওই রিংটা খুলে দাও, তারপর বউয়ের শাড়ি পুড়িও।'

প্রসঙ্গত, বিএনপি নেতা রুহুল রিজভি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন। আর তার জেরেই নিজের  স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে তিনি ভারতের বিরোধিতার সুর চড়া করেন। তারই যোগ্য জবাব এদিন দেন শুভেন্দু। পাশাপাশি ৪ দিনে কলকাতা দখলের বিষয়েও মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা।

সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী, নিজেকে প্রাক্তন সেনা কর্তা দাবি করা এক ব্যক্তি বলেন, ৪ দিনেই তারা কলকাতা দখল করে নিতে পারে। এই নিয়েও পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, এরা জঙ্গিবাদে বিশ্বাসী, মাদ্রাসায় পড়াশোনা করা। ৪ ঘণ্টার মধ্যে কলকাতা দখল, স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই , বিজ্ঞানের নূন্যতম ধ্যান ধারণা নেই।  হাসিমারা বিমানঘাঁটিতে থাকা রাফালের আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে। ভারতের সামরিক শক্তি চিন, রাশিয়া, আমেরিকা জানে। 

Read more!
Advertisement
Advertisement