Advertisement

Bangladesh July Uprising: 'মুজিবিয়তের কবর, হাসিনার দলকে শেষ করার শপথ', বাংলাদেশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির তোড়জোড়

বঙ্গবন্ধু মুজিবর রহমানের চিহ্ন মুছে ফেলতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের তোড়জোড় চলছে ওপার বাংলায়। এই ঘোষণাপত্রকে বলা হবে July  Uprising Proclamation বা জুলাই বিপ্লব ঘোষণাপত্র। যার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইউনূস সরকার। 

শেখ হাসিনা, মুজিবর রহমানের মূর্তি ভাঙচুর।শেখ হাসিনা, মুজিবর রহমানের মূর্তি ভাঙচুর।
Aajtak Bangla
  • ঢাকা,
  • 17 Jan 2025,
  • अपडेटेड 10:57 AM IST
  • বঙ্গবন্ধু মুজিবর রহমানের চিহ্ন মুছে ফেলতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
  • সেই লক্ষ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের তোড়জোড় চলছে ওপার বাংলায়।
  • এই ঘোষণাপত্রকে বলা হবে July  Uprising Proclamation বা জুলাই বিপ্লব ঘোষণাপত্র।

বঙ্গবন্ধু মুজিবর রহমানের চিহ্ন মুছে ফেলতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের তোড়জোড় চলছে ওপার বাংলায়। এই ঘোষণাপত্রকে বলা হবে July  Uprising Proclamation বা জুলাই বিপ্লব ঘোষণাপত্র। যার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইউনূস সরকার। 


এই ঘোষণাপত্রে শেখ হাসিনাকে উৎখাতকারী ছাত্রনেতারা বঙ্গবন্ধু সম্পর্কে নিজেদের ঘৃণা ছত্রে ছত্রে তুলে ধরেছে। গত বছর ৫ অগাস্টে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটে। বেনজির ছাত্র আন্দোলনের জেরে গণঅভ্যুত্থানে শেষে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে তড়িঘড়ি দেশ ছাড়েন হাসিনা। বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন বঙ্গবন্ধু-কন্যা। হাসিনাদকে ক্ষমতাচ্যুত করা ছাত্রনেতারা সেই সময় থেকেই 'মুজিবিয়াত'-এর দাবি জানিয়ে আসছিলেন। অর্থাৎ, মুজিবর রহমানের উত্তরাধিকারদের বাংলাদেশে মুছে ফেলা হোক। এই প্রসঙ্গে 'কবর দেওয়া' শব্দবন্ধ ব্যবহার করেছেন তাঁরা। পাশাপাশি, হাসিনার দলকে চিরতরে ধ্বংস করার কথা বলেছেন তাঁরা। 

জুলাই বিপ্লব ঠিক কী?

গত বছর জুলাই মাসে আওয়ামী লিগের সরকার বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল ওপার বাংলা। যে আন্দোলনের অভিঘাতে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় হাসিনাকে। পতন হয় হাসিনা সরকারের। সেই জুলাই বিপ্লব নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করবে ইউনূস সরকার। ঘোষণার জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ জন্য হাসিনার দল আওয়ামী জনগণকে আমন্ত্রণ জানানো হয়নি।

এটি হল একটি দেশ, সম্প্রদায় বা গোষ্ঠী দ্বারা জারি করা একটি সরকারী ঘোষণা, যেখানে তারা তাদের অধিকার এবং স্বাধীনতার দাবিতে তীব্র, তীব্র এবং স্পষ্টভাবে তাদের মতামত প্রকাশ করে। এতে জনগণকে ভবিষ্যতের জন্য নতুন দিক ও লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। এখন ইউনূস সরকার নিজেদের মতো করে এই পরিবর্তনের ইতিহাস লিখতে আলোচনায় বসেছে।

ছাত্রনেতারা ডিসেম্বর থেকেই 'জুলাই বিপ্লব ঘোষণার প্রস্তুতির জন্য জোর দিয়ে আসছেন। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, 'যেখানে এক দফা আন্দোলন ঘোষণা করা হয়েছিল, সেখানেই ১৯৭২ সালের মুজিববাদী সংবিধানের কবর খোঁড়া হবে। আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবর দেওয়া হোক।'  

Advertisement

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-সহ সকল অংশগ্রহণকারী ছাত্র, রাজনৈতিক দল এবং স্টেকহোল্ডারদের নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read more!
Advertisement
Advertisement